Tmc News: দলের হাতে থাকা পুরসভাই কোনও কাজ করেনি, প্রকাশ্যেই বলছেন তৃণমূলের কাউন্সিলর! | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বর্ধমানে ফের তৃণমূলের দ্বন্দ্ব! দলের হাতে থাকা পুরসভাই কোনও কাজ করেনি, প্রকাশ্যেই বলছেন তৃণমূলের কাউন্সিলর! তাঁর অভিযোগ, চেয়ারম্যান বা স্থানীয় তৃণমূল বিধায়ক, কাউকে জানিয়েও কাজ হয়নি। এর সঙ্গেই জুড়েছে কাউকে না জানিয়ে হকার উচ্ছেদ! যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন বর্ধমান পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ বসির আহমেদ। অন্যদিকে কোনও হকারকে সরকারি জায়গায় বসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি শোনা গেছে বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়কের গলায়। 

হাসপাতাল চত্বর ও ক্যাম্পাসে অবাঞ্ছিত বহিরাগতদের প্রবেশে রাশ টানতে কড়া হচ্ছে NRS মেডিক্যাল কর্তৃপক্ষ

হাসপাতাল চত্বর ও ক্যাম্পাসে অবাঞ্ছিত বহিরাগতদের প্রবেশে রাশ টানতে কড়া হচ্ছে NRS মেডিক্যাল কর্তৃপক্ষ। তাদের সমস্ত ডাক্তারি পড়ুয়াদের জন্যই কিউ আর কোড যুক্ত সচিত্র পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড চালু হচ্ছে। কিউ আর কোড যুক্ত আইডেন্টিটি কার্ড পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়েছে চিকিৎসক পড়ুয়াদের। আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, পোস্ট ডক্টোরাল, প্যারা মেডিক্যাল, সব বিভাগের পড়ুয়াদের জন্যই বাধ্যতামূলক হচ্ছে কিউ আর কোড যুক্ত আইডেন্টিটি কার্ড। সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের পর থেকেই সরকারি হাসপাতালে বহিরাগত দৌরাত্ম্যের বিষয়টি আরও ব্যাপকভাবে সামনে এসেছে। আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট একাধিকবার হাসপাতালে বহিরাগতদের দাপটের অভিযোগে সরব হয়েছে। এবার সেই বহিরাগত ইস্যুতেই কড়া হচ্ছে NRS কর্তৃপক্ষ। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola