Asansol : হীরাপুরের বার্নপুর ডেলি মার্কেটে ধুন্ধুমার, সংঘর্ষ, ব্যাপক ইটবৃষ্টি
সাতসকালে আসানসোলের হীরাপুরের বার্নপুর ডেলি মার্কেটে ধুন্ধুমার । ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের সংঘর্ষ, ব্যাপক ইটবৃষ্টি
ঘটনায় কয়েকজন ব্যবসায়ী জখম হয়েছেন বলে দাবি। মত্ত যুবকদের তাণ্ডবের প্রতিবাদ করায় হামলা, অভিযোগ ব্যবসায়ীদের। পাল্টা বাঁশ নিয়ে হামলাকারীদের দিকে তেড়ে যান ব্যবসায়ীরা। পরে হীরাপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
Tags :
Clashes Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital Asansol ABP Ananda ABP Ananda Bengali News Barnpur Market Chaos Bricks Pelting In Hirapur