Arjun Singh: 'প্রোমোটার না থাকলে, তৃণমূলের দোকানদারি চলবে কী করে?' মন্তব্য অর্জুন সিংহের
ABP Ananda LIVE: 'প্রোমোটার (promoter)না থাকলে, তৃণমূলের (tmc)দোকানদারি চলবে কী করে? তোলা নিয়ে তৃণমূলের মধ্যে লড়াই আছে, আইওয়াশ করতে এসব বলছে। তোলাবাজি না থাকলে তৃণমূল খালি হয়ে যাবে', মন্তব্য অর্জুন সিংহের(arjun singh)। কোনও অসাধু প্রোমোটারের সঙ্গে দলের যোগাযোগ থাকবে না, গতকাল জানিয়েছিলেন সৌগত রায়(sougata roy)।
সন্দেশখালির পর এবার সোনারপুরে মহিলাদের বাড়িতে ডেকে অত্যাচারের অভিযোগ। অত্যাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শিকল দিয়ে বেঁধে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে। সালিশি সভা বসিয়ে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ। সালিশি সভায় জামালউদ্দিনের প্রস্তাবে রাজি না হলেই অত্যাচার চালানো হত বলে অভিযোগ। অন্যের জমি হাতিয়ে প্রাসাদোপম বাড়ি করার অভিযোগ জামালউদ্দিনের বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও লাভ হত না বলে দাবি স্থানীয়দের। অভিযোগ, ভয় দেখিয়ে এলাকায় শাসন কায়েম রেখেছিল জামালউদ্দিন।