Arjun Singh: 'এজেন্সির সঙ্গে লড়তে হলে নিজেকেও ঠিক থাকতে হবে', আত্মশুদ্ধির ডাক অর্জুনের ?

দুর্নীতির অভিযোগে জেলে নেতা-মন্ত্রী, আত্মশুদ্ধির ডাক অর্জুনের ? 'এজেন্সির সঙ্গে লড়তে হলে নিজেকেও ঠিক থাকতে হবে।' 'যদি কেউ মানুষের উপর অত্যাচার করে, তাকে বুথে বসানো চলবে না।' 'মানুষ কিন্তু তাহলে মুখ ফিরিয়ে নেবে।' 'কোনও গালকাটা, নাককাটাকে বুথে বসতে দেওয়া যাবে না।' 'এখন আমরা পানের দোকান, চায়ের দোকানে বসি না।' 'আমরা ভেবে নিয়েছি, সবাই আমাদের কথা শুনবে।' '৯০ শতাংশ পার্টি অফিস আমাদের খোলে না।' শ্যামনগরে দলীয় কর্মসূচিতে মন্তব্য ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola