Barrackpore News:'যিনি এই অভিযোগ করেছেন তাঁর সঙ্গে নিশ্চয় এরকম কোনও ঘটনা ঘটেছে',মন্তব্য কুন্দন সিংহর

Continues below advertisement

ABP Ananda LIVE: 'যিনি এই অভিযোগ করেছেন তাঁর সঙ্গে নিশ্চয় এরকম কোনও ঘটনা ঘটেছে যার কারণে তারঁ মান-সম্মানের প্রশ্ন উঠছে। তাই সে দ্বারস্থ হয়েছে প্রশাসনের কাছে। এবার দেখা যাক প্রশাসন কী করছে। কারও মান-সম্মান এতটাও সস্তা নয় যে সারা দুনিয়াকে জানাবে যে তার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে', মন্তব্য বিজেপির সাধারণ সম্পাদক কুন্দন সিংহ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস, হুমকি, জোর করে মেসেজ ডিলিট করানোর অভিযোগ উঠল উত্তর ব্যারাকপুর পুরসভার (Barrackpore Municipality)১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসূন সরকারের বিরুদ্ধে। অভিযোগকারিণীর দাবি, অভিযুক্ত এতটাই প্রভাবশালী যে, ভয়ে তিনি নোয়াপাড়া থানার পরিবর্তে ব্যারাকপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। যুবতীর অভিযোগ, ২০২১-এ আলাপ হওয়ার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেন তৃণমূল কাউন্সিলর। বিয়ের জন্য চাপ দেওয়ায় গত ৮ জুন তাঁকে হুমকি দিয়ে সমস্ত মোবাইল মেসেজ ডিলিট করানো হয়।  অভিযোগকারিণীর দাবি, এরপর সোশাল মিডিয়ার মাধ্যমে তৃণমূল কাউন্সিলরের একাধিক সম্পর্কের কথা তিনি জানতে পারেন। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেন। অভিযোগ ভিত্তিহীন, দাবি অভিযুক্তের পরিবারের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram