Swimming Pool Death: সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর, প্রশিক্ষকের গাফিলতিই কারণ? | ABP Ananda LIVE

Continues below advertisement

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল আট বছরের শিশুর। মৃত শিশুর মায়ের অভিযোগ, প্রশিক্ষকদের গাফলতিতেই মৃত্য়ু হয়েছে ছেলের। যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে ক্লাবের প্রশিক্ষকদের একাংশ।

কান্নায় ভেঙে পড়েন মৃত খুদের মা। তাঁর আর্তি, 'সাড়ে আট বছর বয়স, ও তো কিছুই বোঝে না। আমার সঙ্গে করে রোজ নিয়ে যাই, আজকে ফিরিয়ে আনতে পারলাম না।' সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল শিশুর। কোল খালি হল মায়ের! গাফিলতির অভিযোগ উঠল প্রশিক্ষকের ওপর। 

মায়ের হাত ধরে নোনাচন্দনপুকুরের এই প্রশিক্ষণ কেন্দ্রে সাঁতার শিখতে আসত সাড়ে আট বছরের ছোট্ট প্রতীক। মঙ্গলবারও এসেছিল। কিন্তু, আর বাড়ি ফেরা হল না ব্য়ারাকপুর কেন্দ্রীয় বিদ্য়ালয়ের ক্লাস থ্রি-র ছাত্রের। মৃত ছাত্রের মায়ের বক্তব্য়, মঙ্গলবার সাঁতার প্রশিক্ষণ শেষ হওয়ার পর ছেলে খুঁজে পাচ্ছিলেন না তিনি। তাঁর অভিযোগ, বারবার প্রশিক্ষকদের জানানো হলেও প্রথমে তাঁরা গুরুত্বই দিতে চাননি। পরে শিশুকে সুইমিং পুল থেকে উদ্ধার করা হয়।

নোনাচন্দনপুকুর অ্য়াথলেটিক ক্লাবের প্রশিক্ষক অয়ন বন্দ্য়োপাধ্য়ায়, 'আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না। কী করে হল। আমাদের কোনও গাফিলতি নেই। কিছু বাচ্চারা বলছে ও উঠে এসেছিল। তারপর হয়তো মাকে দেখতে না পেরে জলে নেমেছে আবার।'

ক্লাবের তরফে বলা হয়, 'আমাদের পক্ষ থেকে তো একটা তদন্ত চলবেই। প্রশাসনকেও বলব তদন্ত চালাতে। তবে আপাতত বন্ধ থাকবে ক্লাব।' এই ঘটনার তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram