Barrckpore: ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ফের ব্য়বসায়ীকে 'হুমকি' | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ফের ব্য়বসায়ীকে 'হুমকি' । 'হুমকি ফোনের পর বাইকে ধাওয়া দুষ্কৃতীদের', আতঙ্কে 'গৃহবন্দি' ব্যবসায়ী! । '৩-৪ মাস ধরে ভিনরাজ্য থেকে ফোনে হুমকি, ২০ লক্ষ টাকা তোলা দাবি' । '২০ লক্ষ টাকা তোলা না দেওয়ায় সোমবার বাইকে ধাওয়া ৪ দুষ্কৃতীর' । অভিযোগ ডি বাপি বিরিয়ানির দোকানের মালিকের ছেলে অনির্বাণ দাসের । 'পুলিশকে জানিয়েও নিরাপত্তা পাইনি, ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছি না' । আতঙ্কে কার্যত 'গৃহবন্দি' অভিযোগকারী ব্যবসায়ী ও মোহনপুর পঞ্চায়েতের সদস্য
বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ, খবর সূত্রের ।
কলকাতা থেকে সল্টলেক-ফুটপাথ দখল করে হকার-রাজ। দখলদার হঠাতে অভিযানের মধ্যেই কাল নবান্নে বৈঠক। হকার উচ্ছেদ নিয়ে কাল নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। কাল নবান্নে জেলা শাসক-পুলিশ সুপার, সচিবদের সঙ্গে বৈঠক।
Continues below advertisement