Arjun Singh: অস্বস্তি এড়াতে এবার অর্জুনকে ‘সেন্সর’ করল রাজ্য তৃণমূল নেতৃত্ব | ABP Ananda LIVE
TMC Leader: তৃণমূল (TMC) কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় অর্জুন (Arjun Singh) -সোমনাথ শ্যামের (Somnath Shyam) অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে অস্বস্তিতে শাসক দল। অস্বস্তি এড়াতে এবার অর্জুনকে ‘সেন্সর’ করল রাজ্য তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তাঁকে চুপ থাকার নির্দেশ দিয়েছেন, মন্তব্য ব্যারাকপুরের (Barrackpore)সাংসদের।