Arjun Singh: 'আমাকে বেইজ্জত করা হল', আক্ষেপের সুরে বললেন অর্জুন সিংহ | ABP Ananda LIVE

TMC News: আবার বিস্ফোরক অর্জুন সিং( Arjun Singh )। টিকিট না পেয়ে রবিবার থেকেই বেসুরে বাজছেন তিনি। সোমবারই তিনি বলেন, প্রার্থী তালিকায় নাম না দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। এবার নিজের অফিস থেকে সরিয়েই ফেললেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) ছবি। আক্ষেপ করে বললেন, 'তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড'। সেই সঙ্গে স্পষ্ট ইঙ্গিত দিলেন, ফের ফুল বদলাতে পারেন অর্জুন। বললেন, পার্থ ভৌমিকের (Partha Bhowmik)সঙ্গে অর্জুনের (Arjun Singh)লড়াই হওয়া উচিত, মানুষের আবেগ আছে মোদিজির সঙ্গে ! পঞ্চায়েত ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন ব্যারাকপুরের সাংসদ। কিন্তু তারপর তাঁকে লোকসভায় লড়ার টিকিটটাও দেওয়া হল না। তারপর থেকে  'শকড' তিনি।  আক্ষেপের সুরে বললেন, 'আমাকে বেইজ্জত করা হল'। অর্জুন জানিয়ে দিলেন, 'কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন আমি তৃণমূলে আছি, না নেই।' সোমবারই অ র্জুন বলেছিলেন ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। কিন্তু মঙ্গলে তিনি বললেন, ফিরহাদ ফোন করে ললিপপ দেওয়ার চেষ্টা করেছিলেন ! তাঁর প্রতিটি বাক্যেই আক্ষেপ, হতাশা স্পষ্ট। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola