TMC News : 'বাইরের অপরাধীদের সঙ্গে কার সম্পর্ক রয়েছে তা... ',পার্থ ভৌমিকের নিশানায় অর্জুন
ABP Ananda LIVE : ভাটপাড়ায় তৃণমূল কাউন্সিলরের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা নিয়ে এবার বিজেপি নেতা অর্জুন সিঙ্গকে নিশানা করলেন সাংসদ পার্থ ভৌমিক। 'বাইরের অপরাধীদের সঙ্গে কার সম্পর্ক রয়েছে তা ব্যারাকপুরের মানুষ ভালোমতো জানে। বিহার থেকে যে দুষ্কৃতীকে তুলে আনা হল সেও ছিল অর্জুন সিংহেরই আশ্রয়ে', এমনই মন্তব্য করেছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক।
ফের তৃণমূল নেতাদের সঙ্গে একমঞ্চে পুলিশ। বুদবুদে একটি ফুটবল খেলার অনুষ্ঠানে তৃণমূলের ব্লক সভাপতির পাশে SI । ভিডিও পোস্ট করে তৃণমূল ও পুলিশের যোগসাজশের অভিযোগ তুলে সরব বিজেপি সাংসদ । 'আউশগ্রামের ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি লালন শেখকে সম্বর্ধনা' । 'হাততালি দিচ্ছেন মঞ্চে থাকা পুলিশ অফিসার' । 'এর থেকে আরও একবার স্পষ্ট সরকার ও শাসকের মধ্যে পার্থক্য নেই' । ভিডিও পোস্ট করে আক্রমণে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । 'রাজনৈতিক মঞ্চ নয়, খেলার অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন পুলিশ আধিকারিক' । পাল্টা দাবি আউশগ্রামের ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি লালন শেখের