Barrackpore News: 'এখনও হুমকি দিচ্ছে জয়ন্ত সিং গ্যাং', অভিযোগ দায়ের আক্রান্তের বোনের। ABP Ananda Live
Kolkata Update: আড়িয়াদহকান্ডে গ্রেফতার মূল অভিযুক্ত জয়ন্ত সিং। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে যেখানে তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে দেখা গিয়েছে এই জয়ন্ত সিংকে। শাসকদলের সঙ্গে যথেষ্টই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অভিযুক্তের এমন দাবি করেছেন বিরোধী নেতারাও। গ্রেফতারি নয়, চাপে পড়ে জয়ন্তকে আত্মসমর্পণ করতে বাধ্য করিয়েছে তৃণমূল, দাবি বিজেপি নেতা অর্জুন সিংহর। 'এখনও হুমকি দিচ্ছে জয়ন্ত সিং গ্যাং', অভিযোগ দায়ের আক্রান্তের বোনের। : আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় চারদিনের মাথায় অবশেষে গ্রেফতার মদন-ঘনিষ্ঠ মূল অভিযুক্ত। ডানলপের কাছে আইএসআই চত্বর থেকে পাকড়াও জয়ন্ত সিংহ। ধৃতের সংখ্যা বেড়ে ৯। আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় চারদিনের মাথায় গ্রেফতার জয়ন্ত সিংহ। ডানলপ ISI-এর কাছ থেকে গ্রেফতার জয়ন্ত। গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। ABP Ananda Live