Barrackpore: ক্লাবের মধ্যে মদ্যপানের আসর! প্রতিবাদ করায় 'বোমাবাজি'।Bangla News
Continues below advertisement
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে, বাক্কার মহল এলাকায় গতকাল রাতে ক্লাবে মদ খাওয়া নিয়ে সদস্যদের মধ্যে গন্ডগোল। অভিযোগ, বচসার সময় বোমাও ছোড়া হয়। তবে সেই বোমাটি ফাটেনি। পরে ব্যারাকপুর থানা শুভ ঘোষ নামে এক জনকে গ্রেফতার করে। উদ্ধার হয়েছে একটি তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, কয়েকজন ক্লাবে বসে মদ খাচ্ছিলেন। সে সেময় আরেকদল প্রতিবাদ করে। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তার জেরেই এই ঘটনা।
Continues below advertisement
Tags :
ABP Ananda Barrackpore ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ North 24 Pargana Barrackpore Bombing এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ উত্তর ২৪ পরগনা ব্যারাকপুর Barrackpore Police Station