Anjali Jewellers: বারুইপুরে খুলে গেল অঞ্জলি জুয়েলার্সের ৩১ তম শাখা, সেই উপলক্ষ্য়ে রয়েছে একগুচ্ছ অফার
ABP Ananda LIVE :বারুইপুরে অঞ্জলি জুয়েলার্সের নতুন শাখার উদ্বোধন হল। আর সেই উপলক্ষ্য়ে একগুচ্ছ অফার। প্রথম দিন ভিড় ছিল চোখে পড়ার মতো।
আরও খবর...
খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পিছোল, দেরিতে বেরোবে চূড়ান্ত তালিকাও, প্রশ্নের মুখে পড়েই কি সিদ্ধান্ত নির্বাচন কমিশনের?
রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR-এর কাজ চলছে। তবে এবার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে গেল। আগে যে নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে, সেই তুলনায় সাত দিন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন। নির্বাচন কমিশন এমনটাই জানাল। ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে বলে জানানো হয়েছিল আগে। তা পিছিয়ে এবার ১৬ ডিসেম্বর করা হল। ফলত চূড়ান্ত ভোটার তালিকাও দেরিতে বেরোবে, ১৪ ফেব্রুয়ারি। তবে শুধুমাত্র বাংলাতেই নয়, পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২ রাজ্যেই পিছিয়ে গেল তালিকা প্রকাশের দিন। (SIR in Bengal)
বাংলায় SIR নিয়েগোড়া থেকেই টানাপোড়েন। কাজের চাপে বুথ লেভেল অফিসারদের অসুস্থতা, মৃত্যুর খবর? যেমন উঠে এসেছে, তেমনই কমিশনের বিরুদ্ধে রাস্তায় অসন্তোষ বেড়েছে সময়ের সঙ্গে সঙ্গে। সেই আবহেই বাংলায় খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দেওয়া হল। কমিশন জানিয়েছে, ৯ ডিসেম্বরের পরিবর্তে ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। পাশাপাশি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে গেল। আগে ঠিক ছিল, ৭ ফেব্রুয়ারি বাংলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এবার তা পিছিয়ে নিয়ে যাওয়া হল ১৪ ফেব্রুয়ারি। পাশাপাশি, অভিযোগ জানানোর সময়সীমাও পিছনো হয়েছে। (SIR in West Bengal)