Jainagar News: জয়নগরের বকুলতলায় ঘটনায় গ্রেফতার ২, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী | ABP Ananda Live

ABP Ananda Live: জয়নগরের বকুলতলায় প্রতিবাদী খুনে গ্রেফতার ২। ১৩ জনের বিরুদ্ধে FIR, গ্রেফতার মাত্র ২।ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। প্রতিবাদীকে পিটিয়ে খুন, ১৩ জনের বিরুদ্ধে FIR, ২ জন গ্রেফতার। ময়নাতন্তের জন্য পাঠানো হয়েছে দেহ, থমথমে এলাকায় চাপা উত্তেজনা । সন্ধ্যার পর মেয়েরা বেরোতে পারেন না, বক্তব্য এলাকাবাসীর। '৫০ জনের দলবল নিয়ে হামলা, প্রতিবাদ করাই অপরাধ!'জয়নগরে প্রতিবাদী খুনে চাঞ্চল্যকর অভিযোগ স্ত্রীর।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের নিশানা রাহুল গান্ধীর। 'অপারেশন সিঁদুরের' সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কল পেয়ে 'আত্মসমর্পণ' করেছিলেন প্রধানমন্ত্রী। এমনই অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। 

মধ্যপ্রদেশের ভোপালে একটি ইভেন্টে বক্তব্য রাখছিলেন রাহুল। সেখানে তিনি বলেন, "ট্রাম্পের কাছ থেকে একটি ফোন কল আসে এবং নরেন্দ্রজি সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করেন। এর সাক্ষী ইতিহাস। এটাই বিজেপি-আরএসএসের চরিত্র। ওরা সবসময় মাথা ঝোঁকায়।" এরপরই ১৯৭১-এ কংগ্রেস সরকারের কথা তুলে ধরে রাহুলের সংযোজন, "আমেরিকার হুঁশিয়ারি সত্ত্বেও ১৯৭১ সালে পাকিস্তানকে ভেঙেছিল কংগ্রেস সরকার। সুপারপাওয়ারদের বিরুদ্ধে লড়াই করেছেন কংগ্রেসের সিংহ ও সিংহীরা, কিন্তু কখনো নতজানু হননি।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola