Sayani Ghosh: এবার বারুইপুরে চালু হবে মেট্রো রেল? সংসদে কী দাবি সায়নী ঘোষের?

আজ শুরু হয়েছে লোকসভা অধিবেশন। এদিন লোকসভা অধিবেশনে নিজের সংসদীয় এলাকার উন্নয়ন নিয়ে বড় প্রশ্ন তুললেন সায়নী ঘোষ। যাদবপুরের তৃণমূল প্রার্থী এদিন বলেন, '২০১৭ সালে বারুইপুর পর্যন্ত মেট্রো রুটের প্ল্যান প্রস্তাব রাখা হলেও, এখনও পর্যন্ত কোনও কাজই হয়নি। কবি সুভাষ পর্যন্ত মেট্রো হলে বারুইপুর অবধি নয় কেন? বারুইপুর এখন অত্যন্ত উন্নত হয়ে উঠেছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বার চিঠি দিলেও এখনও পর্যন্ত রেলের তরফে কিছু জানান হয়নি'।

এদিকে, আজ শুরু হয়েছে লোকসভা অধিবেশন। উপস্থিত ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগ। এদিন তিনি দাবি রাখেন রেল পরিষেবাকে আরও প্রশস্ত করার জন্য। তিনি বলেন, 'আরামবাগ থেকে বিষ্ণুপুর রেলের কাজ স্তব্ধ হয়ে রয়েছে। আমি চাই দুটো পর্যটন কেন্দ্র যুক্ত হোক। ভাবাদীঘি রেল সংস্কার হোক।' 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola