Baruipur: যানজট কমাতে বারুইপুরে অত্যাধুনিক সিগন্যাল ব্যবস্থার উদ্বোধন।Bangla News
যানজট মুক্ত করতে বদলে ফেলা হচ্ছে গড়িয়া, ঢালাই ব্রীজ, কামালগাজি, বারুইপুর বাইপাস ও সোনারপুরের ট্রাফিক ব্যবস্থা। তারই প্রথম ধাপ হিসাবে বারুইপুরের সাহাপাড়ায় উদ্বোধন হল অত্যাধুনিক ট্রাফিক সিগনাল ও কিয়স্কের। উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম ও বারুইপুর পুলিশ জেলার সুপার।
Tags :
ABP Ananda Traffic Jam Baruipur ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Traffic Signal এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Signaling System Traffic Signaling System Modern Signaling System