Baruirpur News: বিরোধী দলের সমর্থক ও নেতাদের বাড়িতে দেওয়া হচ্ছে না জলের কানেকশন | ABP Ananda Live
ABP Ananda Live: বারুইপুরের পশ্চিম বিধানসভা কেন্দ্রের বারুইপুর পৌরসভা এলাকায় বিরোধী দলের সমর্থক ও নেতাদের বাড়িতে দেওয়া হচ্ছে না জলের কানেকশন।অভিযোগ, ওয়ার্ডের সকলের বাড়িতে নতুন পানীয় জলের কানেকশন দেওয়া হচ্ছে।বিজেপি বা সিপিআইএম করার অপরাধে পাইপ লাইন যাওয়ার জন্য মাটি খোড়া হলেও জলের লাইন দেওয়া হচ্ছে না। অভিযোগ, কাউন্সিলরের কাছে বারে বারে গেলেও জলের কনেশন পাচ্ছেন না।
হুমায়ুন কবীরকে শোকজ, শোকজের জবাব নিয়ে বৈঠক বিধানসভার পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির । সূত্রের খবর, ভরতপুরের তৃণমূল বিধায়কের জবাবে সন্তুষ্ট নয় শৃঙ্খলারক্ষা কমিটি।দলের শৃঙ্খলাভঙ্গ করিনি, শুভেন্দু নিয়ে মন্তব্য দলের ব্যাপার নয়, জাতের ব্যাপার, শোকজের জবাব উল্লেখ হুমায়ুন কবীরের। এই বক্তব্যেই আপত্তি বিধানসভার পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির। একজন বিধায়ক কখনও নিজেকে কোনও জাতের প্রতিনিধি হিসাবে তুলে ধরতে পারেন না, এই ধরণের মন্তব্য সংবিধান বিরোধী বলে মনে করছে শৃঙ্খলারক্ষা কমিটির। যদিও 'ঠুসো' মন্তব্য প্রসঙ্গে হুঙ্কার হুমায়ুন কবীরের। বললেন, 'শো কজে আমি ভয় পাই না'!