Baruipur Police Station: বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের পরেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, জানাল রাজ্য

Continues below advertisement

বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের পরেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, জানাল রাজ্য। বারুইপুর পুলিশ জেলার সুপারের রিপোর্ট তলব দুপুর ২। ভার্চুয়ালি হাজির থাকবেন বারুইপুর পুলিশ জেলার সুপার, জানাল রাজ্য। হাজির থাকতে হবে নরেন্দ্রপুর থানার আইসি-কে, জানাল আদালত। এই সব পঞ্চায়েত সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, মন্তব্য বিচারপতির।  'গতকালের নির্দেশের পর থেকে ৩-৪ জায়গায় তল্লাশি চালানো হয়েছে। কাউকে পাওয়া যায়নি, কাউকে গ্রেফতার করা যায়নি, জানালেন সরকারি আইনজীবী। পঞ্চায়েত সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি ! এটা কীভাবে সম্ভব ?  প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। সুপারকে বলুন অবিলম্বে বিষয়টি দেখতে,  তাঁকে তো ব্যক্তিগতভাবে এটা দেখতে বলেছিলাম, মন্তব্য বিচারপতির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram