Basanti : বাসন্তীতে বিজেপির মণ্ডল সহ সভাপতিকে 'বেধড়ক মার', ২ তৃণমূল কর্মী গ্রেফতার
Continues below advertisement
বাসন্তীতে বিজেপির মণ্ডল সহ সভাপতিকে বেধড়ক মারধরের ঘটনায় এফআইআরে নাম থাকা ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতেই মিঠুন বিশ্বাস, বিধান রায়কে বাসন্তী থেকে গ্রেফতার করে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ। পরিবারের অভিযোগ, ঘটনায় জড়িত তৃণমূল পরিচালিত ঝড়খালি পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ মণ্ডল এবং বিধান বাইন নামে আরেক তৃণমূল নেতা। কিন্তু, তাঁদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে দাবি, এঁদের দুজনের নাম এফআইআরে নেই। এফআইআরে নাম থাকা বাকি অভিযুক্তদের তল্লশি চলছে। আক্রান্ত দলীয় নেতাকে দেখতে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News TMC ABP Ananda LIVE BJP ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Basanti Violence BJP Mondal President Beaten