Basir Molla: তৃণমূল নেতা বাসির মোল্লার জেল হেফাজত | ABP Ananda LIVE
Continues below advertisement
তৃণমূল নেতা বাসির মোল্লার (Basir Molla) জেল হেফাজত। পিস্তল-সহ ধৃত তৃণমূল নেতার জেল হেফাজতের নির্দেশ বহরমপুর আদালতের। ধৃত তৃণমূলের অঞ্চল সভাপতির থেকে উদ্ধার একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি। ২৫ (১-বি) অস্ত্র আইনে ধৃত তৃণমূল নেতা বাসির মোল্লার বিরুদ্ধে মামলা রুজু । শুনানির সময় ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির ছিলেন না সরকারপক্ষের আইনজীবী। শুনানির সময় পুলিশের পক্ষ থেকে পেশ করা হয়নি কোনও আবেদন, খবর বহরমপুর আদালত সূত্রে
Continues below advertisement