Suvendu Adhikari: 'বসিরহাটে ভয়মুক্ত পরিবেশ করতে হবে', কটাক্ষ শুভেন্দু অধিকারীর | ABP Ananda LIVE
Continues below advertisement
Basirhat:'মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata BAnerjee)শিল্প আনতে পারেননি, বিভাজনের রাজনীতি (CAA)করেন'। 'সংখ্য়ালঘু ভোট নিয়ে রাজনীতি করেছেন'। 'প্রধানমন্ত্রী (Narendra Modi) কখনও কারও সঙ্গে বৈষম্যের রাজনীতি করেননি'। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোকেরা ৪ বার বিদেশে যায়'। 'মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার ছাড়া চলেন না'। 'আর কৃষকদের টাকা লুঠ করেছে তৃণমূল সরকার'। 'রাজ্যে ৪০ লক্ষ বাড়ি হয়েছে বলে দিল্লিতে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়'।'কিন্তু কেউ বাড়ি পায়নি, লুঠ করেছে তৃণমূল'। 'এত রাজ্যে ভোট হয়েছে কিন্তু কোথাও কোনও হিংসার অভিযোগ ওঠেনি'। 'কিন্তু ২০২১-এর ভোটের পর রাজ্যে বিজেপি কর্মীদের বেছে বেছে অত্যাচার করা হয়েছে'। '৫৭ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে'। '১৪ হাজার বাড়ি ভাঙা হয়েছে, বিজেপি (BJP)কর্মীরা ঘরছাড়া'।
Continues below advertisement
Tags :
BJP Leader Basirhat ABP Ananda LIVE Narendra Modi Suvendu Adhikari TMC Leader MAMATA BANERJEE