Basirhat Court: আজ বসিরহাট মহকুমা আদালতে উত্তম সর্দার-বিকাশ সিংহকে পেশ
আজ বসিরহাট মহকুমা আদালতে উত্তম সর্দার ও বিকাশ সিংহকে পেশ করা হবে। গতকাল জামিন পাওয়ার পর দু'জনকেই গ্রেফতার করা হয়। দু'জনকেই অন্য মামলায় গ্রেফতার করেছে পুলিশ। যেভাবে গ্রেফতার করা হয়েছে তার প্রতিবাদে পেন ডাউন কর্মসূচির ডাক বার অ্যাসোসিয়েশনের।