Basirhat News: বসিরহাটে চায়ের দোকানে তৃণমূল কর্মীর মর্মান্তিক পরিণতি | TMC News

ABP Ananda LIVE : বসিরহাটে চায়ের দোকানে খুন তৃণমূল কর্মী! দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ। ভরা বাজারে রাত ৮ টা নাগাদ তৃণমূল কর্মীকে খুন। বসিরহাটের গোটরা পঞ্চায়েতের ঘোনা বাজারের ঘটনা।

 

সোমবার হোয়াইট হাউস ঘোষণা করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডায় অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন শীর্ষ সম্মেলন থেকে একদিন আগেই ফিরে যাচ্ছেন। দিন দিন বেড়েই চলেছে ইজরায়েল ও ইরানের সংঘর্ষের তীব্রতা। এহেন পরিস্থিতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমাকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে - স্পষ্ট কারণে"। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন এক্স-এ জানিয়েছেন, 'অনেক কিছু হয়ে চলেছে প্রতিনিয়ত। প্রেসিডেন্ট ট্রাম্প রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ডিনার সেরেই ফিরে আসবেন'। ইতিমধ্যেই ট্রাম্প সকলকে যত দ্রুত সম্ভব তেহরান ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। কানাডায় G7 শীর্ষ সম্মেলনের মধ্যে, ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, 'ইরানকে আমি যে চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম সেটায় স্বাক্ষর করা উচিত ছিল। কী লজ্জাজনক এখনের পরিস্থিতি। মানুষের জীবনের অপচয়। সহজভাবে বলতে গেলে, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যায় না। আমি বারবার বলেছি। সকলের অবিলম্বে তেহরান ত্যাগ করা উচিত!'   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola