Basirhat Sukanta Majumdar: বসিরহাটের SP অফিস অভিযানের ডাক, পুলিশি বাধা এড়াতে ট্রেনে চেপেই সুকান্তর সফর
Continues below advertisement
সন্দেশখালিতে এখনও জ্বলছে ক্ষোভের আগুন। এই পরিস্থিতিতে আজ বসিরহাটের SP অফিস অভিযানের ডাক দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারির প্রতিবাদে সিপিএমেরও SP অফিস অভিযানের কর্মসূচি রয়েছে। অশান্তি এড়াতে বসিরহাটের সংগ্রামপুরে SP অফিস সংলগ্ন ৫০০ মিটার এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করল জেলা প্রশাসন। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে SP অফিসের চারপাশের রাস্তা। কোনও রকম জমায়েত না করার জন্য মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ।
Continues below advertisement