TMC News: আর জি কর থেকে কুলতলি, ফালাকাটা, একের পর এক ঘটনার মধ্যেই বিস্ফোরক পোস্ট মনোরঞ্জন ব্যপারীর

Continues below advertisement

ABP Ananda Live: 'আমাদের পশ্চিমবঙ্গও খুনি-ধর্ষকদের উল্লাস-ভূমি হয়ে গেল নাকি?' আর জি কর থেকে কুলতলি, ফালাকাটা, একের পর এক ঘটনার মধ্যেই বিস্ফোরক পোস্ট মনোরঞ্জন ব্যপারীর। শাসক দলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক পোস্ট বলাগড়ের তৃণমূল বিধায়কের। পোস্টের ব্যাখ্যা দিতে গিয়ে খুন-ধর্ষণে 'বহিরাগত' তত্ত্ব মনোরঞ্জন ব্যপারীর । 'বাংলায় আগে এমন পরিস্থিতি ছিল না'।
'ইদানিং দেখছি, কয়েকটি শিশুকে ধর্ষণ করে হত্যা কর হল'। 'আগে তো এমন ছিল না, অপরাধীদের ধরা উচিত'। 'এরা সবাই বহিরাগত, বাঙালিদের এই রোগ ছিল না'। সরকার ও মানুষকে সজাগ থাকতে হবে, মন্তব্য মনোরঞ্জন ব্যপারীর।

বনগাঁয় শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার টিএমসিপি নেতা-সহ ৩। ধৃতদের মুক্তির দাবিতে অবরোধ। পুলিশের গাড়ি আটকে রেখে বিক্ষোভ, রাস্তা অবরোধ। শ্লীলতাহানির অভিযোগে ধৃত লাল্টু বালা, বনগাঁর নীলদর্পণ ব্লকের টিএমসিপি নেতা। বনগাঁয় পথ অবরোধ তৃণমূল ছাত্র পরিষদ নেতার আত্মীয় ও গ্রামবাসীদের একাংশের। গতকাল রাতে বিসর্জনে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে গন্ডগোলের সূত্রপাত। পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ ধৃত টিএমসিপি নেতার পরিবারের। 'ধৃতের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কোনও যোগ নেই'। আইন আইনের পথেই চলবে, মন্তব্য বনগাঁর টিএমসিপি সহ-সভাপতি সৌমেন সুতারের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram