World Cup 2023: ইডেনে বিশ্বকাপের টিকিটের কালোবাজারিকাণ্ডে এবার BCCI-এর তরফে কলকাতা পুলিশকে চিঠি

Continues below advertisement

ইডেনে বিশ্বকাপের টিকিটের কালোবাজারিকাণ্ডে এবার BCCI-এর তরফে কলকাতা পুলিশকে চিঠি। সূত্রের খবর, কীসের ভিত্তিতে ডাকা হয়েছে জানতে চেয়ে FIR কপি চেয়ে পাঠানো হয়েছে পুলিশের কাছে। জবাবে BCCI-কে FIR কপি পাঠিয়েছে কলকাতা পুলিশ। ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের কালোবাজারিকাণ্ডে একাধিক মামলা হয়। নির্দিষ্ট একটি মামলার প্রেক্ষিতে ৭ নভেম্বরের মধ্যে BCCI সভাপতি অথবা সংস্থার কোনও প্রতিনিধিকে যোগাযোগ করতে বলা হয়। জমা দিতে বলা হয় টিকিট বিক্রি সংক্রান্ত নথি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram