Birbhum News: ছাব্বিশের আগে বীরভূমে ফের প্রকাশ্যে শাসক কোন্দল

ABP Ananda LIVE: ছাব্বিশের আগে বীরভূমে ফের প্রকাশ্যে শাসক কোন্দল । ব্লক অফিস দখল নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষ । তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষ, ইটবৃষ্টি । কাজল-ঘনিষ্ঠ ব্লক সভাপতির সঙ্গে অনুব্রত-ঘনিষ্ঠ কার্যকরী ব্লক সভাপতির অনুগামীদের বিবাদ 

আরও খবর...

দুর্নীতির জেরে গোটা প্য়ানেল বাতিল হওয়ায়, চাকরি চলে গেছে ২০১৬-র SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের। আচার্য সদনে এসএসসি অফিসের পাশাপাশি চাকরিহারাদের বিক্ষোভ অবস্থান চলছে নিবেদিতা ভবনে মধ্যশিক্ষা পর্ষদের অফিসেও। ২০১৬-র SSC-র  গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের আন্দোলন।  চাকরিহারা শিক্ষক, শিক্ষিকাদের মতো গ্রুপ সি এবং গ্রুপ ডি'র কর্মীরাও যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি তুলেছেন। তাঁদের অভিযোগ, এ ব্যাপারে কথা বলতে এদিন তাঁরা পর্ষদ অফিসে গেলেও সেখানে কোনও সদুত্তর পাননি। রাজ্য সরকার ও SSC-র বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন চাকরিহারা অশিক্ষক কর্মীরা। তাঁদের প্রশ্ন, সুপ্রিম কোর্টে গিয়ে কেন শুধু চাকরিহারা শিক্ষকদের ফেরাতে সওয়াল করল স্কুল সার্ভিস কমিশন? স্কুলে কি অশিক্ষক কর্মীদের প্রয়োজন হয় না? তাহলে এই  দ্বিচারিতা কেন? এর পাশাপাশি, চাকরিহারা শিক্ষকদের মতো তাঁরাও যোগ্য অশিক্ষক কর্মীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola