Behala: বেহালায় চার্চের জমিতে কাজ করতে গিয়ে হুমকির অভিযোগ, মুখ্যমন্ত্রীকে চিঠি | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: এবার কি চার্চের জমিতেও 'নজর' তৃণমূলের? বেহালায় চার্চের জমিতে কাজ করতে গিয়ে হুমকির অভিযোগ। অভিযোগ ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লের দলবলের বিরুদ্ধে। একাধিক অভিযোগ জানিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীকে চিঠি। অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল ডায়োসেস অফ ক্যালকাটা।

সামান্য দুধের ব্যবসা থেকে রাতারাতি প্রাসাদের মতো বাড়ির মালিক হয়ে উঠেছে আড়িয়াদহর ত্রাস জয়ন্ত সিংহ। এককালে যাঁর জায়গা ভাড়া নিয়ে টালির চালের বাড়িতে থাকতেন, তাঁরই পুকুরের একাংশ দখল করে অট্টালিকা তৈরি করেছেন জয়ন্ত।  অভিযোগ তুললেন আড়িয়াদহর বাসিন্দা তপন বিশ্বাস।

এবার থেকে প্রতি বছর ২৫ জুন 'সংবিধান হত্যা দিবস' পালন করবে কেন্দ্রীয় সরকার। '১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা', এক্স হ্যান্ডেলে পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola