Smart Class : বেহালা সাহাপুর মথুরানা বিদ্যাপীঠে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে শুরু হল স্মার্ট ক্লাস

Continues below advertisement

ABP Ananda LIVE : ছাত্র ছাত্রীদের সুবিধার্থে পড়াশোনা আরও সহজ করতে নতুন উদ্য়োগ। বেহালার বেহালা সাহাপুর মথুরানা বিদ্য়াপীঠে শুক্রবার থেকে শুরু হল স্মার্ট ক্লাস।স্মার্ট ক্লাস চালু উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন, কলকাতা পুরসভার মেয়র পারিষদ ও তৃণমূল কাউন্সিলর তারক সিংহ, ১১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সিংহ, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্য়ান কার্তিক মান্না।

আরও খবর...

সকালেও স্লো চলছে SSC- র ওয়েবসাইট, ক্লিক করার অনেক পরে খুলছে সাইট, অভিযোগ পরীক্ষার্থীদের একাংশের

গতকাল রাতে প্রকাশিত হয়েছে এসএসসি- র একাদশ-দ্বাদশের ফল। রাত থেকে অনেকে অভিযোগ জানিয়েছিলেন যে, ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাচ্ছে না। সকালেও বেশ স্লো চলছে ওয়েবসাইট, এমনটাই অভিযোগ অনেকের। ক্লিক করার দীর্ঘসময় পর খুলছে ওয়েবসাইট, অভিযোগ পরীক্ষার্থীদের একাংশের। একসঙ্গে অনেকে রেজাল্ট দেখার চেষ্টা করছেন বলে ওয়েবসাইটে কিছু সমস্যা হতে পারে বলে জানিয়েছে এসএসসি কর্তৃপক্ষ। 

শুক্রবার রাতে অনলাইনে প্রকাশিত হয়েছে SSC-র প্রথম পর্যায়ের রেজাল্ট। একাদশ-দ্বাদশের ১২ হাজার ৫১৪ শূন্যপদের ফল প্রকাশ করেছে এসএসসি কর্তৃপক্ষ। পরীক্ষার ৫৪ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়েছে। রেজাল্ট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, গতকাল রাত ৯.৩০-র পর জানায় SSC কর্তৃপক্ষ। তারপর থেকেই পরীক্ষার্থীদের অনেকে অভিযোগ জানিয়েছেন যে ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাচ্ছে না। গতকাল রাতের পর আজ সকালেও বেশ ধীর গতিতেই চলছে এসএসসি- র ওয়েবসাইট। একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola