Durga Puja 2023: চন্দ্রাবলী দত্তের অবদানের কথা মাথায় রেখে এবারের থিম-ভাবনা বেহালার পুজোয়
বেহালা ইয়ং মেনস ক্লাবের এবারের থিম 'আমার মা।' অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন কোভিশিল্ডের আবিষ্কারক দলের সদস্য ছিলেন চন্দ্রাবলী দত্ত। করোনাকালে তাঁর অবদানের কথা মাথায় রেখেই এই থিমের ভাবনা পুজো উদ্যোক্তাদের।