ABP News

Belgharia News: প্রাণে বাঁচলেন আরও এক শাসক নেতা? বেলঘরিয়াকাণ্ডে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

Continues below advertisement

ABP Ananda Live: বেলঘরিয়া শ্যুটআউট কাণ্ডের প্রধান অভিযুক্ত ইন্দল যাদবকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। ঘটনার ৭দিনের মাথায় আসানসোল থেকে তাকে গ্রেফতার করা হয়।  পুলিশ সূত্রে খবর, ঘটনার পরেই দেশের বাড়ি বিহারের সিওনে গা ঢাকা দেয় ইন্দল। পুলিশ সূত্রে খবর, সেখানে তদন্তকারীরা পৌঁছতেই বিহার থেকে আসানসোলে পালিয়ে এলেও শেষরক্ষা হয়নি। আসানসোল থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। আগামীকাল ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে বেলঘরিয়া শ্যুটআউটকাণ্ডের প্রধান অভিযুক্তকে। শনিবার রাত পৌনে ৯টা নাগাদnবেলঘরিয়ায় উত্তর বাসুদেবপুরের এই এলাকায় গুলি চলে। গুলিবিদ্ধ হন, আগরপাড়ার টেক্সম্যাকো কারখানার INTTUC-র সাধারণ সম্পাদক বিকাশ সিং। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাড়ির কাছেই দলীয় কর্মীদের সঙ্গে চা খাচ্ছিলেন তৃণমূল নেতা। অভিযোগ, সেই সময় মোটরবাইকে চেপে আসে হেলমেট পরা ৩ যুবক। চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা INTTUC নেতাকে লক্ষ্য করে তারা গুলি চালায়। বিকাশের পেটে গুলি লাগে। তাঁকে RG কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পানিহাটি থেকে ডাক্তার দেখাতে এসে, ওই দোকানেই চা খাচ্ছিলেন সন্তু দাস নামে এক যুবক। দুষ্কৃতীদের হামলার মাঝে পড়ে গুলিবিদ্ধ হন তিনিও। তাঁর কোমরে গুলি লাগে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram