Belur Math: জন্মাষ্টমীতে ঢাকে কাঠি পড়ল বেলুড় মঠের দুর্গা পুজোর, ফুল দিয়ে কাঠামো সাজিয়ে পুজো করেন সন্ন্যাসীরা
Continues below advertisement
জন্মাষ্টমীতে ঢাকে কাঠি পড়ল বেলুড় মঠের দুর্গা পুজোর। প্রথা মেনে এদিন দুর্গা প্রতিমার কাঠামো পুজো হয়। ভোর সাড়ে ৪টেয় মূল মন্দিরে মঙ্গলারতির পর শ্রীরামকৃষ্ণদেবের মূর্তির পাশে শুরু হয় কাঠামো পুজো। ফুল দিয়ে কাঠামো সাজিয়ে পুজো করেন সন্ন্যাসীরা। স্বামী বিবেকানন্দের হাত ধরে বেলুড় মঠে দুর্গোৎসবের সূচনা হয়। প্রতিবার জন্মাষ্টমীতে কাঠামো পুজো দিয়ে যার শুরু। দেবী দুর্গার এটি স্থায়ী কাঠামো। দশমীতে বিসর্জনের পর কাঠামো গঙ্গা থেকে তুলে এনে রাখা হয়। পরের বছর সেই কাঠামোতেই নতুন প্রলেপ পড়ে। তৈরি হয় মায়ের মূর্তি।
Continues below advertisement