Belur Math: বেলুড়মঠে ঘট বিসর্জনের পর দর্পণ বিসর্জনের মাধ্যমে মাকে বিদায়
Continues below advertisement
আজ বিজয়া দশমী। সকালে বেলুড়মঠে মঙ্গলারতির পর দশমী পুজো শুরু হয়। এরপর রীতি মেনে ঘট বিসর্জনের পর দর্পণ বিসর্জনের মাধ্যমে মাকে বিদায় জানানোর পালা। সন্ধেয় মূল মন্দিরে সন্ধ্যারতির পর শুরু হবে নিরঞ্জনের আনুষ্ঠানিক প্রস্তুতি। শোভাযাত্রা সহকারে মায়ের ঘাটে নিয়ে এসে প্রতিমা নিরঞ্জন করা হবে।
Continues below advertisement