BLO News: চাপের ত্রিফলায় বিদ্ধ BLO-রা

ABP Ananda LIVE: রাজ্য়ের শাসক হুঁশিয়ারি দিচ্ছে, কেন্দ্রের শাসক জেলে ঢোকানোর হুমকি দিচ্ছে। অন্য়দিকে, ঝুলছে নির্বাচন কমিশনের শাস্তির খাঁড়া। এই পরিস্থিতিতে, ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরুর আগেই নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন পশ্চিমবঙ্গের BLO-রা। পশ্চিম বর্ধমানের BLO-র দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শৈলমন মাণ্ডি বলছেন, এই চাপটা আমি এক বছরে ভালই উপলব্ধি করতে পেরেছি কাজ করতে গিয়ে। যেখানে একটা রাজনৈতিক প্রভাব থাকে। বনগাঁর আমজাদ খান বলছেন, কিছুটা চাপের মধ্যে তো রয়েছি।+বিভিন্ন রাজনৈতিক দলের থেকে বিভিন্ন রকম কথা আসছে। ফলে কিছুটা সমস্যা বলে মনে হচ্ছে, একটু চাপের মধ্যেই মনে হচ্ছে। এরকম আরও অনেক BLO-দের সঙ্গে কথা বলেছি আমরা। কী বলেছেন তাঁরা, শোনাব আপনাদের। নির্বাচন কমিশন সূত্রে দাবি, BLO-দের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে। তবে BLO-রা আইন না মেনে কোনও কাজ করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হতে পারে। কমিশনের নির্দেশ না মানলে BLO-দের বিরুদ্ধে FIR করা হতে পারে। সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসাবে ৩ বছরের কারাদণ্ড। সর্বনিম্ন সাজা হিসাবে জরিমানা সহ ২ বছরের কারাদণ্ড হতে পারে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola