Governor: বাংলায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের ২ বছর পূর্তি, সৌজন্যের পাল্টা সৌজন্য | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: সংঘাতের আবহেই এবার বেনজির সৌজন্য। বাংলায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের ২ বছর পূর্তি, সৌজন্যের পাল্টা সৌজন্য। ফল-মিষ্টির সঙ্গে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। পাল্টা বোসকে মিষ্টি পাঠিয়ে সৌজন্য বিনিময় মুখ্যমন্ত্রীর। সাংবিধানিক প্রধান হিসেবে অভিজ্ঞতার কথা উল্লেখ করে বোসের চিঠি। 'প্রথম বছরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিতীয় বছরে কাঁটা', তৃতীয় বছরে উন্নয়নের প্রশ্নে একসঙ্গে চলার বার্তা দিয়ে চিঠি।

আরও খবর...

মহারাষ্ট্রে ফের সরকার গঠনের পথে বিজেপি, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। 'এক হয়ে লড়াই, আবার জিতল উন্নয়ন, আবার সুশাসনের জয়', মহারাষ্ট্রে বিজেপি জোটের সাফল্য নিয়ে পোস্ট নরেন্দ্র মোদির। সাফল্যের জন্য ঝাড়খণ্ডে জেএমএম-জোটকেও শুভেচ্ছা। 

জবজ থানা চত্বর থেকে পালিয়ে গেল বন্দি। আলিপুর কোর্ট থেকে এনে থানায় ঢোকানোর সময় চম্পট। কনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে গেল বন্দি। পলাতক অমিত রাজভরকে গন্ডগোল ও মারধরের ঘটনায় গ্রেফতার করেছিল পুলিশ। আজ কোর্ট থেকে হেফাজতে পেয়ে থানায় ঢোকানোর সময় চম্পট বন্দির।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola