Municipality 'Job Scam ': পুর 'দুর্নীতি', বিজেপির বিক্ষোভ চুঁচুড়া পুরসভার সামনে
নিয়োগ-দুর্নীতির ( Bengal Recruitment Scam ) অভিযোগে চুঁচুড়া পুরসভার সামনে বিজেপির( BJP ) বিক্ষোভ। চুঁচুড়ার পিপুলপাতি মোড় থেকে মিছিল করে পুরসভার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। চেয়ারম্য়ানের উদ্দেশ্য়ে চোর বলে কটাক্ষও করে বিজেপি কর্মীরা। পুর চেয়ারম্যানের দাবি, তাঁর আমলে কিছু অস্থায়ী নিয়োগ হলেও, কোনও দুর্নীতি হয়নি। উল্টে পূর্বতন চেয়ারম্য়ানকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল নেতা।