Westbengal Political Tussle: কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি ঘিরে তুঙ্গে বঙ্গ রাজনীতির রঙ্গ। ABP Ananda Live

CBI Raid: পুর নিয়োগ দুর্নীতি মামলায় রবিবার ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও মদন মিত্রের (Madan Mitra) বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় CBI। তারপর মদন মিত্র বললেন, সিবিআই নাকি, তাঁর কতগুলো বউ সেই নিয়ে জানতে চেয়েছে। পুরমন্ত্রী আবার সিবিআই তল্লাশিতে (CBI Raid) চটে লাল। সবমিলিয়ে কেন্দ্রীয় এজেন্সির (central agency) তল্লাশি ঘিরে তুঙ্গে বঙ্গ রাজনীতির রঙ্গ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola