Bengal SIR : 'শুনানির আইনশৃঙ্খলার দায়িত্ব DGP-র, পর্যাপ্ত কর্মী দেবেন DM,' বার্তা সুপ্রিম কোর্টের
ABP Ananda LIVE : সুপ্রিম কোর্টের একের পর এক নির্দেশে আজ বড়সড় ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। কিন্তু অন্যদিকে আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকেও কড়াবার্তা দিয়েছে সর্বোচ্চ আদালত। দেশের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে - রাজ্য ও কেন্দ্র সরকারকে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত কর্মী ও পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করতে হবে জেলাশাসকদের। পাশাপাশি DGP-কেও নিশ্চিত করতে হবে যে, কোথাও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়।
আরও খবর...
আসছে ভোট, ফের উত্তপ্ত ভাঙড়,তৃণমূলকর্মীকে লক্ষ্য করে বোমা? ISF-এর বিরুদ্ধে অভিযোগ
আসছে ভোট, ফের উত্তপ্ত ভাঙড়। ভাঙড়ে ফের ISF-তৃণমূল সংঘাত। তৃণমূলকর্মীকে লক্ষ্য করে বোমা, ISF-এর বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের অভিযোগ অস্বীকার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের।
২৩ জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত
নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী হত্য়াকাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন জলপাইগুড়ির রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মন। ২৩ জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।