Bengal SIR: SIR-এ কত নাম বাদ যাবে চলছে রাজনৈতিক ভবিষ্যদ্বাণী, এখন পর্যন্ত বাদ পড়েছে ১০ লক্ষ নাম
ABP Ananda LIVE : যে যার মতো করে ভবিষ্যদ্বাণী করেছেন। কিন্তু SIR এর মাঝপথে কমিশন সূত্রে যে তথ্য সামনে এল, তাতে কোনও রাজনৈতিক নেতার ভবিষ্যদ্বাণীর সঙ্গেই আপাতত মিল নেই নাম বাদ যাওয়া ভোটারের সংখ্যার। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত এরাজ্যে নাম বাদ পড়েছে ১০ লক্ষের।
ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার, প্রশ্ন তুললেন CEO-র দফতরের ডেটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়ার ডেভেলপার নিয়োগের অনুরোধ নিয়ে। চিঠিতে তিনি লিখেছেন, আমার নজরে আসা দুটি বিরক্তিকর অথচ জরুরি বিষয় সম্পর্কে, আমি আপনাকে লিখতে বাধ্য হচ্ছি।চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর এবং বাংলা সহায়তা কেন্দ্র বা BSK কর্মীদের দিয়ে কাজ করানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।অথচ CEO অফিস এক বছরের জন্য, ১ হাজার ডেটা এন্ট্রি অপারেটর এবং ৫০ জন সফটওয়্য়ার ডেভেলপার নিয়োগের অনুরোধ করেছে। এটা খুব উদ্বেগের বিষয়।এরপরই, চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, যখন জেলা অফিসগুলিতে ইতিমধ্যেই এই ধরনের কাজ করার জন্য় যথেষ্ট সংখ্যক দক্ষ পেশাদার রয়েছে, তখন পুরো ১ বছরের জন্য বহিরাগত সংস্থার মাধ্যমে একই কাজ আউটসোর্স করার জন্য সিইওর উদ্যোগের কী প্রয়োজন? এটা কি কোনও রাজনৈতিক দলের নির্দেশে কায়েমি স্বার্থ পূরণের জন্য করা হচ্ছে?