Bengal SIR: যিনি নির্বাচন কমিশনের BLO, তিনিই আবার তৃণমূলের BLA! নজিরবিহীন ছবি দেখা গেল কোলাঘাটে!
ABP Ananda Live: একই অঙ্গে এত রূপ! যিনি নির্বাচন কমিশনের BLO, তিনিই আবার তৃণমূলের BLA! নিয়মভঙ্গের এই নজিরবিহীন ছবি দেখা গেল কোলাঘাটে!কোলাঘাটের খন্য়াডিহি গ্রাম পঞ্চায়েতের ৪০ নম্বর বুথের, বুথ লেভেল অফিসার যিনি, তিনিই আবার তৃণমূলের BLA-2। এই অবস্থায়, ওই BLO-র অপসারণের দাবি তুলেছে BJP। BDO-র কাছে অভিযোগও জানিয়েছে তারা। বিষয়টি যে হয়েছে, তা কার্যত স্বীকার করে নিয়েছেন সেই BLO, অর্থাৎ, তৃণমূলের BLA 2. সূত্রের খবর, একাধিক অভিযোগ ওঠায় ৮ জন BLO-কে ইতিমধ্য়েই শোকজ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি, বুথ লেভেল এজেন্ট বা BLA-দের একাংশের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করেছে তারা।
মুখ ঢাকা মাস্কে, বেরিয়ে রয়েছে একটি হাত, দিল্লিতে ভয়ঙ্কর বিস্ফোরণে এবার i20 গাড়ির চালকের ছবি প্রকাশ্যে
রাজধানীতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য। নতুন একটি ছবি সামনে এসেছে, যাতে বিস্ফোরণ ঘটা Hyundai i20 গাড়িটিতে চালকের আসনে বসে থাকতে দেখা গিয়েছে একজনকে। ছবিতে দেখা গিয়েছে, মুখে মাস্ক রয়েছে গাড়ির চালকের। গাড়ির জানলা দিয়ে একটি হাত বাইরে ঝুলিয়ে রেখেছেন তিনি। দুর্ঘটনার কয়েক মিনিট আগে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ওই ব্যক্তিকে।
গাড়ি বিস্ফোরণের তদন্তে নেমে এলাকার ও আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। আর তাতেই, লালকেল্লা মেট্রো স্চেশনের ১ নং গেটের কাছে, সিগনালে ওই গাড়িটিকে ধীর গতিতে এগোতে দেখা যায় সন্ধে ৬টা বেজে ৫০ মিনিট নাগাদ। সেই সময় গাড়িতে একা ওই ব্যক্তি ছিলেন বলেই দাবি পুলিশ সূত্রে। তাহলে কি পরিকল্পিত ভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে দিল্লিতে? দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনা কি আসলে আত্মঘাতী হামলা? উঠছে প্রশ্ন। ওই ব্যক্তির পরিচয় এখনও সামনে আসেনি।