Bengal SIR: SIR-শুরু হতেই মধ্যমগ্রামের বিশ্বাসপাড়া কার্যত খালি! SIR-আতঙ্কে পালিয়েছে বাংলাদেশিরা
ABP Ananda LIVE : SIR-শুরু হতেই মধ্যমগ্রামের বিশ্বাসপাড়া কার্যত খালি! SIR-আতঙ্কে পালিয়েছে বাংলাদেশিরা। দাবি স্থানীয়দের। বৈধ নথি ছিল না থাকায় ফিরতে পারেন। আশঙ্কা তৃণমূলেরও।
পাকিস্তানের একটা জঙ্গি অংশ হয়ে গেছে, এই বাংলাদেশ ভারতের জন্য বিপজ্জনক, এবিপি আনন্দে বিস্ফোরক হাসিনা-পুত্র
মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) । বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই রায়কে ইতিমধ্যেই প্রহসন বলে উল্লেখ করেছেন হাসিনা । এবার সেই নিয়ে মুখ খুললেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed Joy) ।
ঢাকা ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের নির্দেশের পরে হাসিনা-পুত্র প্রথম প্রতিক্রিয়া দিলেন এবিপি আনন্দে । আমেরিকা থেকে এবিপি আনন্দে হাসিনা-পুত্র এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন । একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন হাসিনা-পুত্র ।
সজীব ওয়াজেদ জয় এবিপি আনন্দকে বলেছেন, 'বাংলাদেশের মাটি ব্যবহার করেই পাক-জঙ্গিরা দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়েছে । পাকিস্তানের একটা জঙ্গি অংশ হয়ে গেছে ইউনূসের বাংলাদেশ । এই বাংলাদেশ ভারতের জন্য বিপজ্জনক ।'