SIR News: 'জন্মতারিখের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে', বললেন নির্দেশ সুপ্রিম কোর্টের
ABP Ananda LIVE : 'লজিকাল ডিসক্রিপেন্সিতে কাদের নাম? দিতে হবে তালিকা'।'নামের তালিকা টাঙাতে হবে গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিসে'।'শহরের ক্ষেত্রে নামের তালিকা টাঙাতে হবে ওয়ার্ড অফিসে'।'অথরাইজড প্রতিনিধির মাধ্যমেও জমা দেওয়া যাবে নথি'। 'অথরাইজড প্রতিনিধি হিসেবে নথি জমা দিতে পারবেন BLA-ও'।'ভোটার-স্বীকৃত প্রতিনিধি BLA-ও হতে পারে, তার জন্য চাই চিঠিতে সই'।'শুনানির সময় থাকতে হবে ভোটারকে, সঙ্গে থাকতে পারবেন একজন'।'জন্মতারিখের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে'।'কমিশনের নির্দেশ মেনে পর্যাপ্ত কর্মী দিয়ে সাহায্য করতে হবে জেলা শাসকদের'। নথি নিলে রসিদ দিতে হবে, SIR-মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের।
'কোনও ক্ষতি তো হচ্ছে না... যতবার ডাকবে ততবার আসব,' SIR শুনানিকেন্দ্র থেকে বেরিয়ে বললেন মহম্মদ শামি
দিনকয়েক আগেই খবর এসেছিল ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামিকে (Mohammed Shami) এসআইআরের (West Bengal SIR) শুনানিতে ডাকা হয়েছে। সেই নিয়ে চারিদিকে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। শুরু হয়েছিল রাজনৈতিক তরজাও। এসআইআরের শুনানিতে নোটিস পেয়ে ভারতীয় দলের ক্রিকেটার মঙ্গলবার হাজিরা দেন।
কলকাতা পুরসভার ৯৩ ওয়ার্ডের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে মহম্মদ শামিকে ডাকা হয়েছিল। তবে বেশ কিছুদিন আগে নোটিস পেলেও, এতদিন বাংলার হয়ে ম্যাচ খেলতে বাইরে ছিলেন বলে তারকা বোলার। সেই কারণেই তিনি শুনানির জন্য হাজির হতে পারেননি। তবে আজ তিনি হাজির হন। ২০০২-র লিস্টে স্বাভাবিকভাবেই শামির নাম নেই। শামি যে আবাসনে বর্তমানে থাকেন সেটাও ২০০২-র অনেক পরেই তৈরি। প্রাথমিকভাবে এর আগে জানানো হয়েছিল যে, এসআইআর ফর্মের নীচের দিক এক্ষেত্রে যেখানে ২০০২-র লিস্টে থাকা ব্যক্তির সঙ্গে লিঙ্ক ফিল করতে হয় সেখানে শামির ফর্মে কিছু লেখা হয়নি।