Bengal SIR: ফলতার দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ রোল অবজার্ভারকে ঘিরে বিক্ষোভ | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda LIVE : ফলতায় বিশেষ রোল অবজার্ভার সি মুরুগানকে ঘিরে বিক্ষোভ।  দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ রোল অবজার্ভারকে ঘিরে বিক্ষোভ। ফলতার BDO সানু বক্সির সামনেই সি মুরুগানকে ঘিরে বিক্ষোভ। 'বিজেপির দালাল নির্বাচন কমিশন, SIR করতে দেব না'। আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার, অভিযোগ তুলে স্লোগান-বিক্ষোভ। বিক্ষোভের মধ্যেই বেশ কয়েকটি বাড়ি ঘুরে বেরিয়ে যান বিশেষ রোল অবজার্ভার।

এখনও থামেনি যন্ত্র ! হুমায়ুনের 'বাবরি' নির্মাণে অনুদানের টাকা গোনা হয়েই চলেছে, এই অবধি কত পড়ল জমা ?

মুর্শিদাবাদে হুমায়ুনের বাবরি মসজিদের জন্য জমা পড়ছে অনুদান। ফের বাবরি মসজিদের জন্য জমা পড়া টাকা গোনার কাজ শুরু। কেউ হাতে গুণছেন।কেউ গুণছেন মেশিনে।৫০, ১০০, ২০০, ৫০০ টাকার নোট, পরিস্থিতি এমনই, সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য কেউ কেউ দিয়ে গেছেন নিজের সঞ্চয়ের আস্ত ভাঁড়টাই। ৭ তারিখের পর পর জমা পড়া টাকা গোনা হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা অনুদান জমা পড়েছে। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক   হুমায়ুন কবীর বলেন, যেভাবে বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে। ব্য়াঙ্কিংয়ের কিছু সিস্টেম ঠিক হচ্ছে না। তারপরে আবার ব্যাঙ্কে কাল গেছি চিফ ম্য়ানেজার SBI-কে বলেছি, আজকে একটা চিঠি দিতে বলেছে যে, বাইরের দেশ থেকে যারা টাকা দিতে চাইছে। সেই টাকা নিতে গেলে যা যা ওঁদের করার দরকার। কাতার, সৌদি আরব, বাংলাদেশ সবাই আমার সঙ্গে যোগাযোগ করেছে। যে এটা করতে যতটা টাকা লাগুক আমরা টাকা দেব, আপনি করুন।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola