Bengal STF: আল কায়দার লিঙ্কম্যানদের জেরা করতে অসম যাচ্ছে বেঙ্গল এসটিএফ । Bangla News
Continues below advertisement
বাঁকড়া থেকে ধৃত জেএমবি লিঙ্কম্যান আনিরুদ্দিনের সঙ্গে ফোনে কথা।অসমে ধৃত আল কায়দা লিঙ্কম্যানদের সঙ্গে ফোনে কথা বলেছিল আমিরুদ্দিন।একাধিক বার আকিস লিঙ্কম্যানদের সঙ্গে জেএমবি লিঙ্কম্যানের কথা হয়। ৫ই মার্চ অসমের বরপেটা থেকে গ্রেফতার ৫ আকিস লিঙ্কম্যান কখনও বাংলায় এসেছিল কিনা জানতে অসম যাচ্ছে এসটিএফ (Bengal STF)। এছাড়াও আনিরুদ্দিনের ফোনের ফরেন্সিক পরীক্ষাও করতে চলেছে এসটিএফ। সূত্রের খবর, ফোনের বেশ কিছু কথোপকথন মুছে ফেলেছে আনিরুদ্দিন ।
Continues below advertisement
Tags :
ABP Ananda Al-Qaeda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Interrogate Al Qaeda Linkman