Bengal Tier News: বাঁকুড়ার রানিবাঁধে ঘুমপাড়ানি গুলি। ঘুমপাড়ানি গুলি কি লেগেছে বাঘিনীর গায়ে?
ABP Ananda Live: অবশেষে বাগে বাঘিনী? ঘুমপাড়ানি গুলিতে বাগে বাঘিনী? বাঁকুড়ার রানিবাঁধে ঘুমপাড়ানি গুলি। ঘুমপাড়ানি গুলি কি লেগেছে বাঘিনীর গায়ে? এখনও কোনও খবর নেই বন দফতরের। জঙ্গল সাফারিতে বাঘিনী, ওড়িশা থেকে এবার বাঁকুড়ায়! ঝাড়গ্রাম, পুুরুলিয়ার পর এবার বাঁকুড়ায় বাঘিনীর আতঙ্ক। বাঘিনীর ভয়ে বাঁকুড়ার গোপালপুরে প্রাথমিক স্কুল শুনশান!
চম্পাহাটিতে বাজি কারখানায় ফের বিস্ফোরণ। ঘটনায় তিনজন আহত হয়েছেন। বাজি কারখানায় বিস্ফোরণের জেরে ঝলসে গেলেন মহিলা-সহ তিন জন ! চম্পাহাটির হাঁড়ালে ঘটনাটি ঘটে। বিস্ফোরণে গুরুতর আহতদের নাম- পিন্টু মণ্ডল, শঙ্করী সর্দার ও ভক্তি সর্দার। আশঙ্কাজনক অবস্থায় আহতদের আনা হল বাঙুর হাসপাতালে।
এক বাজি ব্যবসায়ী বলেন, 'এবছর কালীপুজোয় বাজার খুব খারাপ ছিল। অনেকের বাজি বিক্রি হয়নি। ওঁর বাজিও বিক্রি হয়নি। ওঁর কিছু মাল ছিল। সেগুলো ঘরে রাখা ছিল। ওঁর বউ রান্না করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। আগুন ছিটকে যে ঘরে মালপত্র ছিল সেখানে চলে যায়। তাতে আগুন লেগে যায়। বাড়িটা পিন্টু মণ্ডলের।'