Weather Update: আজ থেকেই হাওয়া বদল রাজ্যে, কী বলছে হাওয়া অফিস ?
এক ধাক্কায় তিন ডিগ্রি উঠল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে। আজ থেকেই হাওয়া বদল রাজ্যে। পুবালি হাওয়ার হাত ধরে বাড়বে উষ্ণতা। সরস্বতী পুজোর পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।