Weather Update : ফের মুড বদল, আগামী ৫দিন রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস
সপ্তাহান্তে ফের মুড বদলাবে আবহাওয়া। আগামী পাঁচদিন রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। কলকাতায় আজ বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড় হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে ঢোকা জলীয় বাষ্পের সঙ্গে পশ্চিমা গরম হাওয়ার সংঘর্ষে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েই আবহাওয়ার এই রূপবদল। এর ফলে কাল ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তৈরি হতে পারে কালবৈশাখীর মতো পরিস্থিতি। শিলাবৃষ্টিরও আশঙ্কা থাকছে। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার থেকে ফের হাওয়া বদল হবে রাজ্যে।