Bengaluru News: বেঙ্গালুরুতে বিজয় উৎসবে মৃত্যুমিছিল কাণ্ডে FIR দায়ের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বেঙ্গালুরুতে বিজয় উৎসবে মৃত্যুমিছিল কাণ্ডে FIR দায়ের RCB-র বিরুদ্ধে FIR দায়ের বেঙ্গালুরু ক্রিকেট অ্যাসোসিয়েশনের । ঘটনার ২৪ ঘণ্টা পর FIR দায়ের । RCB চ্যাম্পিয়ন হওয়ার পর বিজয় মিছিল । RCB-র আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশনে পদপিষ্টের ঘটনা । গতকাল চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনা । পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়

আরও খবর...

 ফোনে IC-কে হুমকি দিতে শোনা গিয়েছিল। সেই নিয়ে গত এক সপ্তাহ ধরে তোলপাড় হলেও, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সামনে হাজিরা দেননি। অবশেষে বৃহস্পতিবার, সাত দিন পর বোলপুর SDPO অফিসে হাজিরা দিলেন বীরভূমে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। দু'-দু'বার তলব এড়ানোর পর এদিন পিছনের ফটক দিয়ে SDPO দফতরে হাজির হন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের স্নেহধন্য 'কেষ্ট'। সেখানে প্রায় দু'ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এর পর সেখান থেকে বেরিয়ে যান অনুব্রত। (Anubrata Mondal)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola