Bhangar: ভাঙড় বহুদিন ‌যাবৎ মগের মুলুক হয়ে গেছে : প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত ।Bangla News

Continues below advertisement

"ভাঙড় বহুদিন ‌যাবৎ মগের মুল্লুকে পরিণত হয়েছে। ভাঙড়ে আইনের শাসন নেই, সেখানে শাসনের আইন আছে। শওকৎ মোল্লার মত মানুষের শাসন আছে। ‌যখন কোনো মহিলা অভি‌যোগ করবে, তখন পুলিশের সর্বপ্রথম কাজ হল তাঁকে উদ্ধার করা।সেই সময়ে ভিডিওর সত্যতার প্রমাণ চাওয়ার প্রশ্নই ওঠে না। রাজ্যের মুখ্যমন্ত্রী ‌যেখানে মহিলা সেখানে এই সমস্ত ঘটনা একেবারে বরদাস্ত করার কথা না", বললেন রাজ্য পুলিশের প্রাক্তন আই জি পঙ্কজ দত্ত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram