TMC News: ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি হত্যায় ধৃত মোফাজ্জল মোল্লা মাস্টারমাইন্ড ! দাবি পুলিশ সূত্রে
ABP Ananda LIVE: ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে অবশেষে গ্রেফতার। ৩ দিনের মাথায় জালে দলেরই এক কর্মী। ধৃত মোফাজ্জেল মোল্লা খুনের মাস্টারমাইন্ড, দাবি পুলিশ সূত্রে । এলাকা দখলকে কেন্দ্র করে ২ জনের বিবাদ: পুলিশ। আর্থিক লেনদেন সংক্রান্ত গন্ডগোলের জেরেই এই খুন, অনুমান পুলিশের। ঘটনায় আর কারা জড়িত? আর কারা ছিলেন ঘটনাস্থলে?টাওয়ার ডাম্পিং সিস্টেমের সাহায্য নিচ্ছে পুলিশ । বৃহস্পতিবার রাতে বাড়ির কাছেই গুলিতে করে, কুপিয়ে খুন সওকত-ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাজ্জাক খান।
Malda News: 'তৃণমূল কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল পঞ্চায়েত সদস্যের ছেলের..', মালদায় জন্মদিনের পার্টিতে TMC নেতাকে 'খুনে' গ্রেফতার দলেরই ৪ জন !
মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার হলেন পঞ্চায়েত সদস্য-সহ দলেরই ৪ জন। অভিযোগ, ১০ জুলাই জন্মদিনের পার্টিতে যান স্ত্রীর সামনেই পিটিয়ে, কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী ও জমি ব্যবসায়ী আবুল কালাম আজাদকে। এই ঘটনায় ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখ, তাঁর ভাই ও তৃণমূল নেতার দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।